বাসস দেশ-৮ : শীঘ্রই ঢাবিতে এথিকস কমিটি গঠন করা হবে : ড. আখতারুজ্জামান

124

বাসস দেশ-৮
ঢাবি-নৈতিকতা-সেমিনার
শীঘ্রই ঢাবিতে এথিকস কমিটি গঠন করা হবে : ড. আখতারুজ্জামান
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : সমাজে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে এবং চিন্তা ও মননের পরিবর্তনে শীঘ্রই এথিকস কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি আজ বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘শিক্ষা ও নৈতিকতা’ শীর্ষক দু’দিন ব্যাপী সেমিনার ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ।
ড. আখতারুজ্জামান সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণাসহ জীবনের সকল ক্ষেত্রে নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের চিন্তা ও মননের পরিবর্তন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, সব ধরনের অপকর্ম থেকে যুব সমাজকে রক্ষা করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাসস/সবি/এমএএস/১৬২০/-এএএ