বাসস ক্রীড়া-৮ : মুশফিকের সেঞ্চুরি; নাঈমের ৮ উইকেট

226

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিসিএল-নর্থ জোন
মুশফিকের সেঞ্চুরি; নাঈমের ৮ উইকেট
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : মুশফিকুর রহিমের গেঞ্চুরি সত্বেও বাংলাদেশ চ্যাম্পিয়শীপ লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথম দিনে শুক্রবার প্রথম ইনিংসে ২৭২ রানে সব কটি উইকেট হারিয়েছে নর্থ জোন। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে ইস্ট জোনের হয়ে নাঈম হাসান একাই তুলে নিয়েছেন আট উইকেট। ১৪০ রান করেছেন মুশফিক।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নর্থ জোন। স্কোর বোর্ডে ৪৬ রান জমা হতেই দ্রুত তিনটি উইকেট হারায় নর্থ জোন। সব ক’টি উইকেটই দখল করেন নাঈম হাসান।
মাত্র আট রান সংগ্রহ করেই প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফিরেন জুনাইদ সিদ্দিকী। ২৮ রানে বিদায় নেন রনি তালুকদার। আর মাত্র ৪ রান তুলেই নাসির হোসেনের তালুবন্দী হয়ে ক্রিজ ছাড়তে বাধ্য হন তানবির।
এরপর মুশফিকুর রহিম এসে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। চতুর্থ উইকেটে নাঈম ইসলামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে যোগান দেন ৫৬ রানের। শেষ পর্যন্ত ৩২ রানে নাঈম ইসলামকে ফিরিয়ে দেন নাঈম হাসান।
এরপর মাহিদুল ইসলাম অংকনকে সঙ্গী করে ষষ্ঠ উইকেট জুটিতে আরো ৭৪ রানের যোগান দেন মুশফিকুর। তবে অংকনকে বেশী দূর এগুতে দেননি নাঈম হাসান। ২৩ রানে ফিরিয়ে দেন তাকে। এক প্রান্ত ঠিকই আগলে রেখেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৫৭ বলে ১৬টি বাউন্ডারী ও একটি ওভার বাউন্ডারী হাকিয়ে ১৪০ রান করার পর তাকে বোল্ড আউট করে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।
এরপর ফের শুরু হয় নাঈম হাসনের বোলিং তান্ডব। সানজামুল ইসলামকে ২৯ রানে ফিরিয়ে দেয়ার পর অস্টম উইকেট হিসেবে সালাউদ্দিন শাকিলের (৩) উইকেটটি তুলে নেন তিনি। নাইম হাসানের ১০৭ রানে আট উইকেটের পাশাপাশি ৫ রান দিয়ে নর্থ জোনের বাকী উইকেট দুটি দখল করেছেন হাসান মাহমুদ।
জবাবে ইস্ট জোনের শুরুটাও ভাল হয়নি। মাত্র ৩ রান তুলতেই দুই উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। দিনের ইতি টানার সময় শুন্য রানে ক্রিজে রয়েছেন সাকলাইন সজিব। সঞ্জিত সাহা ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে শুন্য ও দুই রান দিয়ে।
বাসস/এমএইচসি/অনু/১৮৪০/স্বব