নারায়নগঞ্জ-জয়দেবপুর লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হবে : রেলপথ মন্ত্রী

232

সংসদ ভবন, ১২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, নারায়নগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত লেভেল ক্রসিং গেটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ’র তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, নারায়নগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত লেভেল ক্রসিং গেটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করার জন্য একটি সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এই এলাকার রেললাইনের লেভেল ক্রসিংসমূহে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
মন্ত্রী জানান, রাজধানী ঢাকায় বর্তমানে ৩৭টি লেভেল ক্রসিং গেট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে শুধু স্টেশনগুলোতে যাত্রী সাধারণের সুবিধার জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করে থাকে।
তিনি বলেন, আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হলে আর ফুটওভার ব্রিজ নির্মাণ করার প্রয়োজন হবে না। তবে যে সকল লেভেল ক্রসিং গেটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে না, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।