উত্তর কোরিয়া এখনো অবৈধভাবে তেল, গাড়ি ও অ্যালকোহল আমদানি করছে : জাতিসংঘ

180

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে উত্তর কোরিয়া এখনো অবৈধভাবে বিপুল পরিমাণে তেল, বিলাসবহুল গাড়ি ও অ্যালকোহল আমদানি অব্যাহত রেখেছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে নিয়োজিত বিশেষজ্ঞদের দেয়া ওই রিপোর্টে বলা হয়, ‘কোরিয়া (ডিপিআরকে) নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পেট্রোলিয়ম আমদানি করছে।’
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানোর লক্ষ্যে, ২০১৭ সালে পিয়্ইংয়ং-এর ওপর বেশ ক’টি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং দেশটির কয়লা, মাছ ও টেক্সটাইল সামগ্রী রপ্তানী সীমিত করা হয়।
তবে, এ যাবত নেয়া সকল পদক্ষেপ ব্যর্থ হয়েছে।
বিশষজ্ঞরা বলেন, কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়া শর্তেও উত্তর কোরিয়া শক্তিভান্ডার সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে।
পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার বিষয়টি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলটি জানিয়েছে, তারা ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ ও ডাটা সংগ্রহ করে গত বছরের প্রতিবেদনটি তৈরি করেছে।