থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার ৮ বালক শারীরিক ও মানসিকভাবে সুস্থ

379

মায়ি সাই (থাইল্যান্ড), ১০ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): থাইল্যান্ডে গুহা থেকে গত দুইদিনে উদ্ধার হওয়া আট বালকের মানসিক ও শারীরিক অবস্থা ভাল রয়েছে। তারা চকলেট খেতে চেয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান।
তবে উদ্ধারকৃত এসব বালকের শারীরিক পরীক্ষায় দুই জনের নিউমোনিয়া ধরা পড়ে। তাদেরকে এন্টিবায়োটিক ঔষধ দেয়া হয়েছে। খবর এএফপি’র।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব জেসাদা চোকেদামরংসুক চিয়াংরাই হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘সকলের মানসিক অবস্থা ভাল রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজ এ আটজনের কারো জ্বর আসেনি।’
থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা বালকদের হাল নাগাদ অবস্থা জানাতেই তিনি এসব তথ্য দেন।
১২ থেকে ১৬ বছর বয়সের এসব বালককে প্রথম দফায় রোববার এবং দ্বিতীয় দফায় সোমবার উদ্ধার করা হলেও এ তরুণ ফুটবল দলের বাকি চারজন ও তাদের কোচ এখনো গুহার ভেতরে অটকা রয়েছে। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।