৩ উইকেট হাতে রেখে ১৮৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে পাকিস্তান

227

রাওয়ালপিন্ডি, ৯ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৭ উইকেটে ৪২০ রান তুলে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল পাকিস্তান। ফলে ৩ উইকেট হাতে রেখে ১৮৭ রানের লিড স্বাগতিকদের। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ২৩৩ রান।
বাবর আজম ১৪৩ ও আসাদ শফিক ৬০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। বাবর ১৪৩ ও আসাদ ৬৫ রানে আউট হন। বাবরকে শিকার করেন বাংলাদেশের পেসার আবু জায়েদ এবং আসাদকে বিদায় দেন আরেক পেসার এবাদত হোসেন।
এরপর জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশের তৃতীয় পেসার রুবেল হোসেন। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১০ ও ইয়াসির শাহ ৫ রান করে রুবেলের শিকার হন।
হারিস সোহেল ৫৪ ও শাহিন শাহ আফ্রিদি ৩ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। বাংলাদেশের জায়েদ ৩টি, রুবেল ২টি, এবাদত-তাইজুল ১টি করে উইকেট নেন।