নাটোরে কর্মরত সাংবাদিকদের তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

727

নাটোর, ২৮ মার্চ, ২০১৮ (বাসস) : জেলায় আজ বুধবার থেকে নাটোরে কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট নাটোর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ আয়োজন করেছে।
তিন দিনের প্রশিক্ষণে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতার প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও এর উত্তরণের উপায়, সাংবাদিকতার নীতিমালা ও আইন সম্পর্কে অবহিতকরণ, বস্তÍুনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচকতা ও অপসাংবাদিকতার নেতিবাচকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
রিসোর্সপার্সন হিসেবে উদ্বোধনী সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে। তিনদিনের প্রশিক্ষণে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।