ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ মুশফিক-ইমরুল

208

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। খেলার জন্য দু’জনই এখন ফিট বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিজিও দেবাশিষ রয়।
আজ রয় বলেন, ‘মুশফিক হামস্ট্রিং ও ইমরুল কাফ ইনজুরিতে ভুগছিলেন। তাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছিলো। মুশফিকের ছিলো গ্রেড ওয়ান ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর ইমরুলকে নিয়ে ধারণা ছিলো, আরও এক সপ্তাহ লাগতে পারে। আজ দু’জনই আমাদের ফিজি ও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেপণন। দু’জনই খেলার জন্য এখন ফিট।’
তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন মুশফিক ও লিটন।
এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে চলমান মাসে একমাত্র টেস্টেও খেলতে কোন বাধা থাকলো না মুশফিকের।