বাসস দেশ-১৯ : টঙ্গীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

318

বাসস দেশ-১৯
শ্রমিক-মৃত্যু
টঙ্গীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু
গাজীপুর, ৯ জুলাই ২০১৮ (বাসস) : টঙ্গীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর খরতৈল পূর্ব ব্যাংক পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সহোদর আতিক (২৫) ও শাহিন (২৮) এবং অপরজন ফারুক (২২)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বাসসকে জানান, প্রথমে আতিক নামের এক শ্রমিক সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে ভেতরে নামেন। দীর্ঘ সময় ধরে ওই শ্রমিক ট্যাংক থেকে বের হয়ে না আসায় ফারুক নামের অপর শ্রমিক ট্যাংকটিতে নামেন। এরপর দীর্ঘক্ষণ ধরে সেপটিক ট্যাংক থেকে ওই দুইজন বের না হয়ে আসায় আতিকের ভাই শাহিনও তাদের খোঁজে ট্যাংকটিতে নামেন।
এ সময় স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এক পর্যায়ে ওই তিন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তিন শ্রমিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/ ১৮৩০/-শহক