বাসস সংসদ-৬ : সংসদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮ পাস

327

বাসস সংসদ-৬
বিল-পাস
সংসদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮ পাস
সংসদ ভবন, ৯ জুলাই, ২০১৮ (বাসস) : প্রবাসী ও তাদের ওপর নির্ভরশীলদের সুরক্ষা ও কল্যাণ সাধনের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান করে আজ সংসদে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮ পাস করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলের বিধান কার্যকর হবার সঙ্গে সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।
বিলে এ বোর্ড পরিচালনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৬ সদস্যের পরিচালনা পরিষদ গঠনের বিধান করা হয়েছে।
বিলে বোর্ডের কার্যাবলী, নারী অভিবাসী কর্মীদের কল্যাণে বিশেষ দায়িত্ব, পরিচালনা পরিষদের সভা, সভাপতির আপতকালীন বিশেষ ক্ষমতা, বোর্ডের মহাপরিচালক নিয়োগ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বোর্ডের তহবিল, হিসাব ও নিরীক্ষা, প্রতিবেদন প্রদান, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা-২০০২ রহিত করা হয়েছে।
জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, বেগম রওশন আরা মান্নান ও আব্দুল মুনিম চৌধুরী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/১৮২৫/বেউ/-আসচৌ