গোপালগঞ্জে জেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত

438

গোপালগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলা পর্যায়ের বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আজ গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘সম্পদের অপব্যবহার রোধ: প্রযুক্তির ব্যবহার’ এবং জেলার আটটি উচ্চবিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান, জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মোহাম্মদ আফতাবুর রহমান হেলালীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলা সদরের বীনা পানি বালিকা উচ্চবিদ্যালয় প্রথমস্থান, কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চবিদ্যালয় দ্বিতীয়স্থান এবং মুকসুদপুরের সরকারী সাবের মিয়া জসিম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় তৃতীয়স্থান লাভ করে।