সংসদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন

325

সংসদ ভবন, ৯ জুলাই, ২০১৮(বাসস) : সরকারি কর্মচারীদের কল্যাণ তহবিলের চাঁদা, যৌথ বীমার প্রিমিয়াম এবং বিভিন্ন সাহায্য মঞ্জুরির পরিমাণ বৃদ্ধির কারণে বিদ্যমান আইনের কতিপয় বিধানের সংশোধনের প্রস্তাব আজ সংসদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের বিভিন্ন দফায় সংস্থাপন শব্দের পরিবর্তে জনপ্রশাসন শব্দ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে বিদ্যমান আইনের বিভিন্ন দফায় উল্লেখিত কর্মকর্তা বা শব্দগুলো বিলুপ্ত করার প্রস্তাব করা হয়।
বিলে বিদ্যমান আইনের বিভিন্ন ধারা, দফা উপ-দফায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।