ডিএসইতে ৪৬৪ কোটি টাকার লেনদেন

263

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৬ টি কো¤পানির ১৭ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ২৭৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৬৪ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ৫৭৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৮৫ পয়েন্ট বেড়ে ৪৪৮১.৫১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.০০ পয়েন্ট বেড়ে ১৫২৫.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১.৫০ পয়েন্ট কমে ১০২৬.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টি কোম্পানির শেয়ার।
টাকার ভিত্তিতে সর্বোচ্চ লেনদেন হওয়া প্রধান ১০টি কো¤পানি হলো : লাফার্জ হোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, কেপিসিএল, এডিএন টেলিকম, বিএসসি, এসএস স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইলস, গ্রামীণ ফোন, এমএল ডাইং ও ইন্দো-বাংলা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : মার্কেন্টাইল ইন্সুঃ, প্রভাতী ইন্সুঃ, অগ্রনী ইন্সুঃ, রাইজিং সাইন, বিডি অটোকারস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, হাক্কানী পাল্প, ইসলামি ইন্সুঃ ও ইন্টারন্যাশনাল লিজিং।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : শ্যামপুর সুগার, সিভিও পিআরএল, সাফকো স্পিনিং, মেঘনা পেট, জেমীনি সী ফুড, এসএস স্টিল, স্টাইলক্র্যাফট লিঃ, বসুন্ধরা পেপার মিলস, প্রাইম টেক্স ও বিডি কম।