বাজিস-৩ : সাতক্ষীরায় ব্যাংকার্স উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

420

বাজিস-৩
সাতক্ষীরা-কর্মশালা
সাতক্ষীরায় ব্যাংকার্স উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা, ১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকার-নারী উদ্যোক্তা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের অদুরে মোজাফফর গার্ডেনের মিলনায়তনে আয়োজিত ‘এসএমইডিপি’ প্রকল্প কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ার্দার ইসরাইল হোসেন।
প্রকল্প উপপরিচালক মো. রেজাউল করিম সরকারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প উপপরিচালক বিধান চন্দ্র সাহা প্রমুখ।
এছাড়াও নারী উদ্যোক্তা ফারদিন ডেইরি ফার্মের রাবু ও বুনন হস্তশিল্পের হোসনে আরা রহমান বক্তব্য রাখেন।
সাতক্ষীরায় এই প্রকল্পের মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষ, ডেইরি ফার্ম, বুটিক শিল্প, মৌ চাষ, মৃৎশিল্প, কৃষি ও কুটির শিল্পসহ বিভিন্ন খাতে নারী উদ্যোক্তা সৃষ্টির সুযোগ রয়েছে বলে কর্মশালায় জানানো হয়।
বাসস/সংবাদদাতা/২০৪৬/এমকে