বাটেক্স পাঠ্যক্রমে বিশ্বমান বজায় রাখতে রাষ্ট্রপতির আহ্বান

800

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বাটেক্স) কর্তৃপক্ষকে তাদের পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রাখার আহবান জানিয়েছেন।
বাটেক্সের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান।
রাষ্ট্রপতি বাটেক্সকে সময়োপযোগী পাট্যক্রম প্রণয়ণের আহবান জানিয়ে বলেন, এর মাধ্যমে স্নাতক ডিগ্রিধারীরা আগামী দিনে আন্তর্জাতিক মান বজায় রাখতে পারবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন,দেশের টেক্সটাইল, পাট এবং তৈরী পোষাক(আরএমজি) খাতগুলো বৃহত্তম শিল্প খাত, যা দেশের রপ্তানি খাতের আয়ের একটি বড় অংশ অর্জন করে।
বিশ্বব্যাপি পোশাক-ডিজাইনিং এবং ফ্যাশনের ধারা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ শিক্ষার্থীদের বিপনন ও ডিজাইনিংয়ের প্রশিক্ষণ দেয়ারক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
বাটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে উন্নয়নমূলক কাজ ও অবকাঠামোগত অগ্রগতিসহ তাদের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
উপাচার্য বাটেক্সের প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্যও বিশ্বদ্যিালয়ের আচার্য্য আব্দুল হামিদকে আমন্ত্রণ জানান।
ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।