যুক্তরাষ্ট্র থেকে নৌবাহিনীর জন্য চারটি বোয়িং কিনবে নিউজিল্যান্ড

222

ওয়েলিংটন, ৯ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ড সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১শ’ ৬০ কোটি ডলার ব্যয়ে নৌবাহিনীর জন্য পি-৮এ মডেলের চারটি বোয়িং কিনতে যাচ্ছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রী রন মার্ক বলেন, নৌটহলের কাজে ১৯৬০ সাল থেকে ব্যবহৃত পুরানো ছয়টি পি-৩ ওরিয়নস্ বিমান বদলিয়ে নতুন এসব বিমান সংযুক্ত হবে।
তিনি বলেন, বোয়িংগুলো কেনার মাধ্যমে নিউজিল্যান্ড আকাশ পথে স্বাধীনভাবে বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে পারবে। বর্তমানে নিউজিল্যান্ড সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালনা করছে।
বিমানগুলো ২০২৩ সাল থেকে ব্যবহার শুরু করা হবে।