বাসস ক্রীড়া-২ : হেরেও লীগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

150

বাসস ক্রীড়া-২
ফুটবল-লীগ কাপ-ম্যানসিটি-ম্যানইউ
হেরেও লীগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার (যুক্তরাজ্য), ৩০ জানুয়ারি ২০২০ (বাসস/এএফপি): নিজেদের মাঠেই বুধবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। পরাজিত হলেও দুই লেগের সেমি-ফাইনালে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। তবে এই হার থেকে শিক্ষা নেয়ার জন্যও শিষ্যদের আহ্বান জানিয়েছেন কাতালান এই কোচ।
ম্যাচে গোলের অনেকগুলো সুযোগ সৃষ্টি করেও সফল সমাপ্তি টানতে ব্যর্থ হয় ডেভিড ডি গিয়ায় অনুপ্রাণীত বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতিতে যাবার ১০ মিনিট আগে পাওয়া প্রথম সুযোগটিই কাজে লাগিয়ে এগিয়ে যায় ইউনাইটেড। নেমানজা ম্যাচটি দারুণ দক্ষতায় স্বাগতিক জালে বল জড়িয়ে দেন (১-০)।
তবে ম্যাচ শেষ হবার ১৫ মিনিট আগে লাল কার্ড দেখে ম্যাটিচকে মাঠ ছাড়তে হলে ইউনাইটেডের ফাইনাল খেলার স্বপ্ন নস্যাৎ হয়ে যায় । ১০ জনের দল নিয়ে আর পেরে উঠেনি সিটিজেনদের সঙ্গে। ফলে হোম ম্যাচে ১-৩ গোলে হারের ব্যবধান আর ঘোচাতে পারেনি ইউনাইটেড। আগামী ১ মার্চ ওয়েম্বলিতে টুর্নামেন্টের ফাইনালে এ্যাস্টন ভিলার মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটি।
খেলা শেষে গার্দিওলা বলেন, ‘পুরো ১৮০ মিনিট আমরা ইউনাইটেডের চেয়ে ভাল খেলেছি। গোলের জন্য প্রচুর সুযোগও সৃষ্টি করেছি। তবে শেষ পর্যন্ত সমাপ্তি টানতে পারিনি। এখান থেকেই শিক্ষা নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।’
সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা বলেন, ‘ম্যাচটি কিভাবে হারলাম তা আমি বুঝতে পারছি না। মনে হয় আমরা কিছুটা হাল্কা মেজাজে ছিলাম। আমার মতে আজ ম্যানচেস্টার ইউনাইটেড কোন সুযোগই পায়নি।’
ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার বলেন, ‘যেখানে ১১ জন নিয়েই একটি গোল করা কঠিন। আর আমরা তো ১০ জনের দলে পরিণত হয়েছি। ওই লাল কার্ড কোন ভাবেই দেখাতে পারে না। এটি আমার কাছে কৌতুকের মত মনে হয়েছে। এই ছেলেদের নিয়ে আমি সত্যিই গর্বিত। এই নিয়ে সিটির মাঠেই ছেলেরা তাদেরকে দুইবার হারিয়েছে। দলের জন্য তারা সবকিছুই করেছে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৬৩৫/স্বব