বাজিস-৯ : নেত্রকোনায় মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

179

বাজিস-৯
নেত্রকোনা- মুজিববর্ষ
নেত্রকোনায় মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
নেত্রকোনা, ২৯ জানুয়ারি ২০২০(বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের বারহাট্টা রোডস্থ নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ‘রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল’ রোটারি জেলা ৩২৮১- এর আয়োজনে ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবির উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সভাপতি ও সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, নেত্রকোনা প্রেসক্লাবেরে সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তারা জানান, ডা. মনি সাহা’র নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম প্রায় দুইহাজার দুস্থ ও অসহায় রোগির চোখ পরীক্ষা করে ছানিপড়া তিনশ’ রোগিকে অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকীদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/এমকে/