জয়পুরহাট জেলা স্কাউটসের সাড়ে ১২ লাখ টাকার বাজেট ঘোষণা

505

জয়পুরহাট, ৯ জুলাই, ২০১৮ (বাসস) : স্কাউটস জয়পুরহাট জেলার নির্বাহী কমিটির এক সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন। জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাশার সম্পাদকীয় রিপোর্ট ও ২০১৮-১৯ অর্থ বছরের প্রোগ্রাম ক্যালেনন্ডার উপস্থাপন করেন। এ ছাড়াও সভায় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আজিজার রহমান। অধিকাংশ ব্যয় ধরা হয়েছে কাব ও স্কাউটদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি মূলক প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। জেলায় শতভাগ বিদ্যালয়ে স্কাউট ও কাব দল গঠন হওয়ায় সভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় শতভাগ উদযাপনের জন্য নানা কর্মসূচীও গ্রহণ করা হয়। বিদ্যালয়ের শিশু কিশোরদের চরিত্র গঠন, সৎ, যোগ্যও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করছে স্কাউট আন্দোলন। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের একান্ত সহযোগিতায় স্কাউটস ৬৪ জেলাতেই নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করছে। স্কাউটিং কার্যক্রম আরো সম্প্রসারণ ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সভায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন জেলা স্কাউটসের কমিশনার ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহীম খলীলুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, সহকারি কমিশনার নন্দলাল পার্শী, জেলা স্কাউট লিডার ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, স্কাউটস বগুড়া জোনের সহকারি পরিচালক আব্দুর রশিদ প্রমূখ।