ঢাকা সিটির কেন্দ্রে কেন্দ্রে চলছে ইভিএম প্রদর্শন

429

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : আসন্ন ঢাকা সিটি উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রদর্শন চলছে।
আজ সকাল থেকে ঢাকা সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী চলছে।
দিনব্যাপী এই প্রদর্শনীতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দান পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবেন। এছাড়া আগামী ৩০ জানুয়ারি প্রতিটি কেন্দ্রে মক ভোটিং শুরু হবে। ওইদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মক ভোটিং চলবে।
এদিকে আগারগাঁওয়ে ঢাকা উত্তর রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইভিএম প্রদর্শনী চলছে। ২৭ ডিসেম্বর থেকে এটি শুরু হয়েছে। এখানে শুধুমাত্র প্রার্থী, প্রস্তাবক ও প্রার্থীর সমর্থকরা প্রদর্শন বা প্রশিক্ষণ নিতে পারছেন।