বাসস দেশ-৩৩ : পথ থেকে সরে দাঁড়াব না : ইশরাক

272

বাসস দেশ-৩৩
ইশরাক-প্রচারণা
পথ থেকে সরে দাঁড়াব না : ইশরাক
ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মানুষের অধিকার আদায়ের পথ থেকে সরে দাঁড়াবেন না।
আজ রোববার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানও বক্তব্য রাখেন।
নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু করে সাধারন বীমা, রূপালী ব্যাংক, বিসিআইসি, বিএডিসি, অগ্রনী ব্যাংক, শিল্প ব্যাংক, খাদ্য শিল্প ভবন, পূর্বাণী হোটেল, বিজিএমসি, বিমান অফিস, জনতা ব্যাংক, দৈনিক বাংলা মোড় ঘুরে এফবিসিসিআই, ডিসিআই হয়ে সমগ্র মতিঝিল এলাকায় গণসংযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ।
প্রচারণায় মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাধারন সম্পাদক কাজী আবুল বাশার, মহিলা দল নেত্রী শিরিন সুলতানা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকারসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক গণসংযোগে অংশ নেন।
ইশরাক হোসেন বলেন, আগামী পহেলা ফেব্রæয়ারি সকলে নির্ভয়ে দলবেঁধে ভোটকেন্দ্রে যাবেন। আমরা গণতন্ত্র ও নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে রয়েছি।
এদিকে আজ জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোতয়ালী ধানাধীন ৩৭ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। জাসাস নেতা জাহাঙ্গীর সিকদার, সিবা শানু, অভিনেত্রী কেয়া চৌধুরী, কেএম হোসেন টমাস, আকতার হোসেন, এডভোকেট আমিনুল ইসলাম, মিজানুর রহমান, সর্দার মিলন, আনোয়ার হোসেন আনু প্রমুখ গণসংযোগে অংশ নেন।
বাসস/সবি/কেসি/২০২০/কেজিএ