লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশ ঘটাতে সহায়ক : রেলপথ মন্ত্রী

356

ঢাকা, ২৮ মার্চ, ২০১৮ (বাসস) : রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে। এতে করে সুস্থ দেহ যেমন গড়ে উঠবে, লেখাপড়ায় অধিক মনোযোগ দিতে পারবে শিক্ষার্থীরা।
রেলমন্ত্রী আজ বুধবার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন।
মোঃ মুজিবুল হক বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। কারণ শিক্ষিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এখনকার শিক্ষার্থীরাই আগামীতে দেশের নের্তত্বে আসবে। তাই লেখাপড়া শিখে সত্যিকার মানুষ হবার জন্য মন্ত্রী শিক্ষার্থীদের আহবান জানান।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক অনুষ্ঠানের উদ্বোধক আলোচক ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন।