জমে উঠেছে নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

209

নড়াইল, ২৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : শেষ মূহুর্তে জমে উঠেছে নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন।আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জেলা আইনজীবী অফিস সূত্রে জানা গেছে।
আইনজীবী অফিস সূত্রে আরো জানা যায়,এ নির্বাচনে ১৪ দল সমর্থিত সভাপতি পদে প্রার্থী হচ্ছেন-অ্যাডভোকেট মো: হেমায়েত উল্লাহ হিরু।স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পদে প্রতিদ›িদ্বতা করছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী।সাধারণ সম্পাদক হিসেবে ১৪ দল সমর্থিত প্রার্থী হচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ।স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পদে প্রতিদ›িদ্বতা করছেন অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস।সহ-সভাপতি পদে ১৪ দল সমর্থিত প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সঞ্জীব কুমার বোস।স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পদে প্রার্থী হচ্ছেন অরবিন্দ মল্লিক ও অ্যাডভোকেট এম এম আলাউদ্দিন।সহ-সাধারণ সম্পাদক পদে ১৪ দল সমর্থিত প্রার্থী হচ্ছেন নাজমুল হাসান লিটন।স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ পদে প্রতিদ›িদ্বতা করছেন অ্যাডভোকেট ইসরাফিল খবীর রাজু।এছাড়া গ্রন্থাগার সম্পাদক পদে ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব হোসেন, সদস্য পদে অ্যাডভোকেট জামাল উদ্দিন, অ্যাডভোকেট অনুপম কুমার ঘোষ,অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব, অ্যাডভোকেট রাকীব হাসান এবং স্বতন্ত্র প্রার্থী রাজীব হাসান রাজু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন ।জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন সিকদার জানান,এ নির্বাচনে বিএনপি সমর্থিত কোন প্রার্থী নেই। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েক জন নির্বাচন করছেন।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২২।