সংস্কৃতি চর্চায় শিশুদের উৎসাহিত করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

156

ময়মনসিংহ, ২৫ জানুয়ারি, ২০২০ (বাসস): সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, উন্নত জাতি গঠন ও টেকসই উন্নয়নে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় শিশুদের উৎসাহিত করতে হবে।
ময়মনসিংহের মুক্তাগাছায় মুকুল নিকেতন জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আজকের শিক্ষার্থীরাই আগামীতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়নে শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক ইদু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য অ্যাড আবু রেজা ফজলুল হক বাবলু প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে প্রতিমন্ত্রী ত্রিশালে রাহেলা হযরত মডেল স্কুলে পিঠা উৎসব ও ময়মনসিংহ সদরে হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।