বাসস ক্রীড়া-১৮ : ঘুষ গ্রহণের অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ কেনিয়ার রেফারি

323

বাসস ক্রীড়া-১৮
ফুটবল-বিশ্বকাপ-কেনিয়া-রেফারি
ঘুষ গ্রহণের অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ কেনিয়ার রেফারি
জোহানেসবার্গ, ৮ জুলাই ২০১৮ (বাসস/এএফপি): ২০১৮ বিশ্বকাপের জন্য বাছাইকৃত কেনিয়ার একজন রেফারিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। ঘুষ গ্রহনের অভিযোগ স্বীকার করার পর তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে রোববার সিএএফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘানার ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা সেজে ছদ্মবেশী একজন সাংবাদিকের কাছ থেকে ৬ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত মারভা রেঞ্জকে বিশ্বকাপের তালিকা থেকেও বাদ দেয়া হয়েছে।
সিএএফের সাদামাটা সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এমন কি গ্রহণ করা ঘুষের টাকা ফেরত দেয়ার বিষয়েও এতে কিছু উল্লেখ করা হয়নি।
বাসস/এএফপি/এমএইচসি/১৯৩০/মোজা/স্বব