বাসস ক্রীড়া-১৭ : দায়িত্ব ছাড়লেন স্পেনের আপতকালীন কোচ হিয়েরো

298

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-বিশ্বকাপ-স্পেন-হিয়েরো
দায়িত্ব ছাড়লেন স্পেনের আপতকালীন কোচ হিয়েরো
মাদ্রিদ, ৮ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : রাশিয়া বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নিয়মিত কোচ জুলেন লোপেতেগুই বরখাস্ত হবার পর স্পেন দলের আপতকালীন কোচের দায়িত্ব পাওয়া ফার্নান্দো হিয়েরোকে অব্যহতি দেয়া হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আজ জানিয়েছে যে, তিনি আর দায়িত্ব পালন করবেন না।
কোচিং ক্যারিয়ারে অনভিজ্ঞ রিয়াল মাদ্রিদ ও স্পেন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডারের অধীনেই রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষ ষোলর লড়াইয়ে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্পেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্প্যানিশ ফেডারেশন বলেছে, ‘একত্রে দীর্ঘ পথ পরিক্রমার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ফার্নান্দো হিয়েরো সম্পর্ক চ্ছেদ করেছে। এতে বলা হয় হিয়েরো ফেডারেশনের ট্যাকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাবেক পদে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন এবং পেশাদার কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯২৫/মোজা/স্বব