চট্টগ্রাম গণহত্যায় শহীদদের নিয়ে ডকুমেন্টারি তৈরি হবে : মেয়র নাছির

502

চট্টগ্রাম, ২৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘী মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় সংগঠিত গণহত্যায় শহীদদের স্মৃতি সংরক্ষণে একটি ডকুমেন্টারি তৈরি করা হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম গণহত্যা দিবসে ২৪জন শহীদের স্মরণে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সহসভাপতি এড. সুনীল সরকার, নঈন উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, গণহত্যা মামলার জেলা স্পেশাল পিপি এড. মেজবাহ মেজবাহ উদ্দিনসহ শহীদ পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মেয়র নাছির বলেন, ২৪ জানুয়ারির গণহত্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিলো। সেই দিন নেত্রীকে বাঁচাতে গিয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। গত ২০ জানুয়ারি মামলার রায়ে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সরকার বিভিন্নভাবে গণহত্যা দিবসে প্রাণ হারানো শহীদ পরিবারকে সহযোগিতা দিয়ে আসছে। শহীদদের স্মৃতি সংরক্ষণে এবার ২৪ জানুয়ারির গণহত্যা দিবস নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। এরমধ্য দিয়ে শহীদদের স্মৃতি সংরক্ষণে আরো একটি লক্ষ্য বাস্তবায়ন হবে।
সভার শেষে চট্টগ্রাম আদালত এলাকাস্থ গণহত্যা শহীদ চত্বরে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম সিটি করপোরেশন, নগর যুবলীগ, নগর ছাত্রলীগ, নগর স্বেচ্ছাসেবক লীগ, নগর শ্রমিক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।