বাসস দেশ-১৯ : খানবাহাদুর আহ্ছানউল্লা মানবসেবা ও উন্নয়নের ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে

341

বাসস দেশ-১৯
আহছানিয়া-উন্নয়ন
খানবাহাদুর আহ্ছানউল্লা মানবসেবা ও উন্নয়নের ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে
ঢাকা, ৮ জুলাই, ২০১৮ (বাসস) : খানবাহাদুর আহ্ছানউল্লা সকল ধর্ম ও শ্রেণীপেশার মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। পাশাপাশি দুরদর্শিতার সাথে সাংগঠনিক চিন্তার মধ্য দিয়ে তার চিন্তা ও কর্মকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন।
আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দর্শন: মানবসেবার প্রাতিষ্ঠানিক ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম এর পরিচালক ও সাবেক জেলা দায়রা জজ মো. ইসমাইল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) উপÑউপাচার্য অধ্যাপক আহমদ উল্লাহ মিয়া (পিএইচডি), ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম. এহ্ছানুর রহমানপ্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের প্রধান ইকবাল মাসুদ।
বাসস/সবি/এসএস/১৯০৭/এএএ