মেক্সিকোর সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে ট্রাম্প, কানাডার সাথে পরের সপ্তাহে

315

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সাথে নতুন নর্থ অমেরিকান বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। আগামী সপ্তাহে তারা কানাডার সাথেও চুক্তি করবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
১৯৯৪ সালের নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হাল নাগাদ করার অংশ হিসেবে ইউএসএমসিএ চুক্তিটি স্বাক্ষর করতে যাচ্ছে। এরআগে প্রধান এ তিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়। তারা দীর্ঘদিন ধরে এ আলোচনা করে।
মার্কিন সিনেট গত সপ্তাহে এ চুক্তির অনুমোদন দেয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্প বুধবার চুক্তিটি স্বাক্ষর করবেন।
মেক্সিকো গত ১০ ডিসেম্বর নতুন এ চুক্তির অনুমোদন দেয়। কানাডাও শিগগিরই এ চুক্তি স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে।