বাসস ক্রীড়া-১৪ : ইব্রাহিমোভিচের বিপক্ষে জিতলেন বেকহ্যাম

250

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-বেকহ্যাম-ইব্রাহিমোভিচ
ইব্রাহিমোভিচের বিপক্ষে জিতলেন বেকহ্যাম
লন্ডন, ৮ জুলাই ২০১৮ (বাসস) : ২১তম ফুটবল বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও সুইডেন। ইতোমধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ইংলিশরা।
তবে ঐ ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লড়াই করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম ও সুইডেনের সাবেক স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ। তাদের সেই মজার লড়াইয়ে কথোপকথন ছিলো এমনÑ
ইব্রাহিমোভিচ লিখেছেন, ‘বেকহ্যাম যদি ইংল্যান্ড জিতে, তাহলে তুমি যেখানে চাইবে সেখানেই তোমার জন্য ডিনারের ব্যবস্থা করবো। আর যদি সুইডেন জিতে, তবে ইকেয়া থেকে যা ফার্নিচার চাইবো তাই কিনে দিতে হবে।’
ইব্রাহিমোভিচের কমেন্ট দেখে পাল্টা জবাব দিয়েছেন বেকহ্যাম। তিনি বলেন, ‘সুইডেন জিতলে তোমাকে ইকেয়া থেকে তোমাকে ফার্নিচার কিনে দিবো। কিন্তু ইংল্যান্ড জিতলে আমার সাথে ওয়েম্বলিতে বসে আমার সাথে ইংল্যান্ডের ম্যাচ দেখতে হবে। পাশাপাশি ইংল্যান্ডের জার্সি পড়ে দেখতে হবে। ঐসময় সব খাবার আমি খাওয়াবো তোমাকে। তুমি তৈরি থেকো।’
এখন তো ম্যাচ শেষ। সুইডেনের বিপক্ষে জিতলো ইংল্যান্ড। তাই ইনস্টাগ্রামে যা বলেছেন, তাতে ইব্রাহিমোভিচকে হারিয়ে দিলেন বেকহ্যাম।
বাসস/এএমটি/১৮২০/মোজা/স্বব