সংস্কার ‘বাস্তবায়ন’ করতে লেবাননের নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

310

ওয়াশিংটন, ২৩ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): আর্থিক মন্দা ও রাজপথে বিক্ষোভের দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় লেবাননের নতুন সরকারের প্রতি বুধবার সংস্কার আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র । খবর এএফপি’র।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, লেবাননের জনগণের দাবি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন ও দুর্নীতি দমনে তাদের পদক্ষেপ ও জবাবদিহিতা হবে দেশটির নতুন সরকারের বড় পরীক্ষা।’
তিনি আরো বলেন, ‘বাস্তবসম্মত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি সরকারই পারবে লেবাননের জন্য বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মোচন করতে।’
নবগঠিত মন্ত্রিপরিষদের সাথে প্রথম বৈঠকের পর লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার বলেছেন, তার দেশ ‘আকস্মিক বিপর্যয়’ মোকাবিলা করছে।
দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় বেকারত্ব বেড়ে গেছে। বর্তমানে দেশটিতে বেকারত্ব ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।