চট্টগ্রামে জোড়া খুনের প্রধান আসামি অজিত গ্রেফতার

275

চট্টগ্রাম, ২২ জানুয়ারি, ২০২০ (বাসস) : চট্টগ্রামের কেন্দ্রীয় রেলওয়ে ভবন এলাকায় (সিআরবি) জোড়া খুন মামলার প্রধান আসামি অজিত দাশকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ বুধবার ভোরে বোয়ালখালীর কানুনগোপাড়া থেকে গ্রেফতারের পর বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ বাসসকে জানান,সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার নিজ বাড়ি থেকে অজিতকে গ্রেফতার করেছে গোয়েন্দা (উত্তর) পুলিশের একটি দল।তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, রেলওয়ের টেন্ডার নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় দুই গ্রæপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। দু’পক্ষের গোলাগুলি চলাকালে সাজু পালিত ও আরমান নামে ৮ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এ মামলায় অজিত দাশকে প্রধান আসামি করে ৬৪জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।