প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে : শামীম

598

শরীয়তপুর, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন প্রজন্মকে যুগপোযোগী ও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আধুনিক শিক্ষার মানোন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছেন।’
তিনি আজ শনিবার সকাল ১১টায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংকটও নিরসন করা হবে। গরীব মেধাবী শিক্ষার্থীদের অর্থ সংকটের কারণে পড়ালেখায় যাতে কোন বেঘাত না ঘটে সেজন্য বেগম আশ্রাফুননেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
পরে উপমন্ত্রী নড়িয়া সরকারি কলেজের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এতে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাকসুদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুুর রহমান শেখ, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।