হিমালয়ে তুষার ধসে নিখোঁজ ৭ জনের মধ্যে ৪ জন দ.কোরিয়ার

294

কাঠমান্ডু, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : নেপালের অন্নপূর্ণা অঞ্চলে তুষার ধসে কমপক্ষে সাতজন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে চারজন দক্ষিণ কোরিয়ার ও তিনজন নেপালের নাগরিক। শনিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
অন্নপূর্ণা বেজ ক্যাম্পের কাছে প্রায় ৩ হাজার ২৩০ মিটার উচ্চতায় এ দুর্ঘটনা ঘটে। অন্নপূর্ণা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট স্থানগুলোর অন্যতম। শুক্রবার প্রচন্ড তুষার ধসের পর এ ঘটনা ঘটে।
নেপালের পর্যটন বিভাগের মিরাঢাকাল এএফপি’কে বলেন, ‘আমরা খবর পেয়েছি যে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার চার ও নেপালের তিন নাগরিকের খোঁজ মিলছে না। তাদের সন্ধানে গত রাতে উদ্ধার দল পাঠানো হয়েছে।’
স্থানীয় পুলিশ প্রধান ডান বাহাকুর কার্কি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।