বিপিএলের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

509

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২০ (বাসস) : খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতে নিলো রাজশাহী রয়্যালস। বিপিএল পেল নতুন চ্যাম্পিয়নকে। আগের ছয় আসরে শিরোপা জিততে পারেনি রাজশাহী। ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠলেও ঢাকা ডায়নামাইটসের কাছে ৫৬ রানে হেরেছিলো ঐ আসরের দল রাজশাহী কিংস।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার তিনবার শিরোপা জয় করে ঢাকা। দু’বার ঢাকা গ্লাডিয়েটর্স নামে ও একবার ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় সর্বোচ্চ দু’বার শিরোপার স্বাদ নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর একবার শিরোপা ঘরে তুলে রংপুর রাইডার্স।
বিপিএলের রোল অব অনার :
সাল চ্যাম্পিয়ন রানার্স-আপ ফাইনালের ফল
২০১২ ঢাকা গ্লাডিয়েটর্স বরিশাল বার্নস ঢাকা গ্লাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী।
২০১২-১৩ ঢাকা গ্লাডিয়েটর্স চিটাগং কিংস ঢাকা গ্লাডিয়েটর্স ৪৩ রানে জয়ী
২০১৫-১৬ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী
২০১৬-১৭ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস ঢাকা ডায়নামাইটস ৫৬ রানে জয়ী
২০১৭-১৮ রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস রংপুর রাইডার্স ৫৭ রানে জয়ী
২০১৮-১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী
২০১৯-২০ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স রাজশাহী রয়্যালস ২১ রানে জয়ী