বাজিস-১ : বরগুনায় ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ শীর্ষক সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

135

বাজিস-১
বরগুনা- সাইক্লিং প্রতিযোগিতা
বরগুনায় ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ শীর্ষক সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরগুনা, ১৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় আজ সকালে ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ শীর্ষক শ্লোগান নিয়ে এক সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনার সার্কিট হাউজ মাঠে সাইক্লিং কমিউনিটি ও ক্লাব ডি রানার্স আয়োজিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার।
এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিলেন বরগুনা প্রেসক্লাব ও লোকবেতার।
ক্লাব ডি রানার্সের সাধারণ সম্পাদক ফারুক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।
প্রতিযোগিতায় স্পীড রেসে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন-আকসারা মিথুন, দ্বিতীয় তানিশা তাবাসসুম, আর তৃতীয় মিম। স্পীড রেসে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন জিহাদ, দ্বিতীয় মেহেদী হাসান, তৃতীয় আসিফ।
স্ট্যান্ড রেসে প্রথম হয়েছেন খালিদ হাসান ইলহাম, দ্বিতীয় ইসতিয়াক আহম্মেদ ফাইয়াজ, তৃতীয় কামরুজ্জামান ফাহিম। স্লো রেসে প্রথম হয়েছেন খালিদ হাসান ইলহাম, দ্বিতীয় মুজাহিদ, তৃতীয় ফারদিন ইসলাম।
বাসস/সংবাদদাতা/১৮৪০/এমকে