তেহরানে আইএস-এর হামলার ঘটনায় আট জনের মৃত্যুদন্ড কার্যকর

450

তেহরান, ৭ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : তেহরানে গত বছরের দুটি হামলার ঘটনায় আট ব্যক্তিকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। আইএস এসব হামলার দায় স্বীকার করেছে। শনিবার এএফপি এ খবর জানায়।
মিজান অনলাইনের খবরে বলা হয়, অপরাধী সাব্যস্ত হওয়া ওই ব্যক্তিরা সরাসরি আইএস-এর জিহাদিদের সঙ্গে যুক্ত থেকে ২০১৭ সালের ৭ জুন এসব হামলা চালায়।
ঠিক কখন তাদের এ দন্ড প্রদান করা হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায় নাই। তবে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবার তাদের এ দ- দেয়া হয়।
আইএস ইরানের পার্লামেন্টে ও বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘরে দুইটি হামলার দায় স্বীকার করে। এসব হামলায় ১৭ জন নিহত ও বেশ কিছু সংখ্যক আহত হয়।
এসব হামলার জন্যে একমাত্র আইএস দায় স্বীকার করে।
ইরাকী ও সিরিয়ার কর্তৃপক্ষকে আইএস-বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়ায় আইএস ইরানকে তাদের হামলার লক্ষ্যবস্তু করে।
মিজান অনলাইন জানায়, এ হামলায় সন্দেহজনক আরো কেউ জড়িত কিনা- তা তদন্ত করার আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।