বাসস সংসদ-২ : এ পর্যন্ত রেলওয়ের লীজ দেয়া ভূমি বেহাত হয়নি : ড. আব্দুর রাজ্জাক

148

বাসস সংসদ-২
রেল-ভূমি-লিজ
এ পর্যন্ত রেলওয়ের লীজ দেয়া ভূমি বেহাত হয়নি : ড. আব্দুর রাজ্জাক
সংসদ ভবন, ১৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : ১৯৭৫ সাল থেকে এ পর্যন্ত রেলওয়ের লীজ দেয়া ভূমি বেহাত হয়নি। তবে কিছু কিছু লীজকৃত ভূমির শ্রেণি পরিবর্তন হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মোজাফ্ফর হোসেনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা জানান।
তিনি জানান, ১৯৭২ সালে বাংলাদেশ রেলওয়ের ভূমির পরিমান ছিল ৬০ হাজার ৪০৫ একর ৮৫ শতাংশ এবং বর্তমানে ভূমির পরিমান ৬১ হাজার ৮২০ একর ৩৫ শতাংশ। বর্তমানে ৫৮ হাজার ৬০৬ একর ৫৭ শতাংশ ভূমি রেলের দখলে রয়েছে।
আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ বছরে ভূমি লিজ দিয়ে রেলওয়ে ৪৫৯ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৪৯০ টাকা রাজস্ব আদায় করেছে।
বাসস/এমএসএইচ/১৬৫৬/-আসচৌ