গ্রিভেন্স কমিটি গঠন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

293

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও সব ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে গ্রিভেন্স কমিটি গঠন করা হবে।
পাঁচ সদস্য বিশিষ্ট প্রত্যেক কমিটিতে ২ জন করে নারী শিক্ষক থাকবেন।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্বদ্যিালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যেকোন অনুযোগ, অসন্তোষ ও আপত্তি এই কমিটির কাছে লিখিত ও মৌখিকভাবে জানাতে পারবে।
পাশাপাশি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নেও এ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরো এক ধাপ এগিয়ে নিবে।
সভায় জানানো হয়, এছাড়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’কে (এসডিজি) সামনে রেখে গ্র্যাজুয়েটদের সক্ষম ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে অনুষদ ও বিভাগগুলো সমাজ ও জাতির চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় ক্ষেত্রে কারিকুলাম পুনর্বিন্যাস করবে।