ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

304

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২০ (বাসস) : ‘রোকেয়া দিবস-২০১৯’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক, বৃত্তি প্রদান প্রভৃতি।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল মিলনায়তনে ৩২তম ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্রীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অ্যারমা দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য মনিরা বেগম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। লেখনির মাধ্যমে তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন এবং নারীদেরকে শক্তি ও সাহস যুগিয়েছেন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, বেগম রোকেয়ার আদর্শে অণুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
২০১৯ সালের রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন- সাবিহা আল হুমায়রা মমি (এম এ, ভাষাবিজ্ঞান বিভাগ)। মেধাবৃত্তি লাভ করেছেন- মাহবুবা আক্তার শাম্মী (এ এম, উর্দু বিভাগ), শর্মিষ্ঠা সোনালিকা সরকার (এম.এস.এস, পপুলেশন সায়েন্সেস বিভাগ), মালিহা হক (এম. এস, ভূগোল ও পরিবেশ বিভাগ) ও দিতি রানী ঘোষ (এম.এস, পরিসংখ্যান বিভাগ)। সাধারণ বৃত্তি পেয়েছেন- মাহিয়া আহমেদ (১ম বর্ষ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ), তামান্না আক্তার শান্তা (১ম বর্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সময়িতা সরকার তুলি (২য় বর্ষ, জিন প্রকৌশল সালেহুন আমিরা (১ম বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ)।
এর আগে রোকেয়া দিবস উপলক্ষে গতকাল সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা সহ হলের বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।