উরুগুয়ের প্রতি সম্মান দেখিয়ে গোল উদযাপন করেননি গ্রিজম্যান

280

নিজনি নভগোরদ (রাশিয়া), ৭ জুলাই ২০১৮(বাসস/এএফপি): দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের প্রতি সম্মান দেখিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের গোলের উদযাপন থেকে বিরত ছিলেন জানালে ফ্রান্সের আঁতোয়ান গ্রিজম্যান
চলমান রাশিয়া বিশ্বকাপে শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৬১তম মিনিটে ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেন গ্রিজম্যান। উরুগুয়ের গোল রক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের কারণে পাওয়া বলে দূরপাল্লার শটে লক্ষ্য ভেদ করেন এই ফরাসি তারকা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে লেস ব্লুসরা।
গোল করার পর ফরাসি সতীর্থরা গোল উদযাপনের জন্য গ্রিজম্যানের দিকে ছুটে গেলেও নির্বিকার ছিলেন তিনি। ওই গোলের ফলে ১২ বছর পর বিশ্বকাপে ফ্রান্সের সেমি-ফাইনাল নিশ্চিত করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবল তারকা।
গ্রিজম্যান বলেন, ‘আমি যখন পেশাদার ফুটবলার হয়ে উঠছিলাম তখন শুরুতে যে ব্যক্তিটি আমাকে সমর্থন দিয়েছেন তিনি একজন উরুগুয়ের নাগরিক। তিনিই আমাকে শিখিয়েছেন ফুটবলের ভাল-মন্দ দিকগুলো। তার প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে আমি মনে করেছি গোলটি উদযাপন করা ঠিক হবে না।’