ওজিলকে দলে নেয়া ভুল সিদ্ধান্ত ছিল : বিয়েরহফ

297

মস্কো, ৭ জুলাই, ২০১৮ (বাসস) : তারকা মিডফিল্ডার মেসুত ওজিলকে বিশ^কাপের দলে নেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন জার্মানীর টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ।
বিশ^কাপের দল ঘোষণার একদিন আগে ওজিল ও তার সতীর্থ ইকে গুনডোগান তুরষ্কের বিতর্কিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপে এরডোগানের সাথে ছবি তুলে সমালোচনার জন্ম দেন। বিশ^কাপের আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচে এই দুই জার্মান খেলোয়াড়কে সমর্থকরা মোটেই সমর্থন করেনি। বিয়েরহফ বলেন, আমরা জাতীয় দলের কোন খেলোয়াড়কে এই ধরনের কার্যক্রমে বাঁধা দিতে পারিনা। বরং তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিতে পারি। আমরা মেসুতের ব্যপারে এটা করতে ব্যর্থ হয়েছি। তবে আমি বিশ^াস করি মেসুত ও ইকে জাতীয় দলকে সমালোচনায় ফেলতে এই কাজ করেননি।
এবারের বিশ^কাপে সুইডেন, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের একেবারে শেষ দল হিসেবে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৩৮ সালের পরে এই প্রথমবারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানরা। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে ওজিল মাঠে নেমেছিল। কিন্তু সুইডেনের বিপক্ষে বাদ পড়ার পরে অবশ্য দক্ষিণ কোরিয়ার সাথে আবারো দলে ফিরেছিলেন।