জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ

1054

ঢাকা, ৬ জানুয়ারী, ২০২০ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৩১টি বিষয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় ৮৪৮ কলেজের মোট ৪ লাখ ৭২ হাজার ১২২ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। প্রকাশিত ফলাফল সন্ধ্যা সাতটা থেকে এসএমএসের মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h1<space> Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।