বাসস ক্রীড়া-১১ : নবজাতককে দেখতে গিয়ে বিপাকে ডেলফ

143

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ডেলফ
নবজাতককে দেখতে গিয়ে বিপাকে ডেলফ
সোচি, ৬ জুলাই ২০১৮ (বাসস) : রাশিয়া ফুটবল বিশ্বকাপ চলাকালীন বাবা হয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ। চলতি সপ্তাহে তার স্ত্রী নাতালিয়া তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক পুত্র সন্তানকে দেখতে বিশ্বকাপের মাঝেই নিজ দেশ ইংল্যান্ডে যান ডেলফ। তাই কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি।
সুইডেনের বিপক্ষে কোয়ার্টারফাইনালের ম্যাচের আগে দলে ফিরেছেন ডেলফ। কিন্তু দলে ফিরেই বিপাকে পড়েছেন তিনি। একটি সূত্র জানিয়েছে, সুইডেনের বিপক্ষে তাকে না খেলানোর সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন? এমন প্রশ্নের সাফ-সাফ জবাব দেয়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের মত বড় আসরের মাঝপথে দলের বাইরে থাকায় সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলানো হবে না তাকে।
ডেলফের এই পরিণতি থেকে শিক্ষা পেয়েছেন সুইডেনের অধিনায়ক ও ডিফেন্ডার আন্দ্রেস গ্রানকিভিস্ট। দু’একদিনের মধ্যে বাবা হতে চলেছেন তিনি। কিন্তু, নবজাতককে দেখতে বিশ্বকাপের মাঝে নিজ দেশে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রানকিভিস্ট।
বাসস/এএমটি/১৭৪৫/মোজা/স্বব