আওয়ামী লীগের মুলতবি যৌথ সভা অনুষ্ঠিত

612

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের সদ্য গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের মূলতবি যৌথ সভা আজ রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সমাপ্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নতুন কমিটি কার্যক্রম শুরু করেছে এবং দলকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সে বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা মুজিববর্ষ উদযাপন করব।
শেখ হাসিনা বলেন, গতকালের সভায় বিভিন্ন দিবস পালনসহ অনেকগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে পৌঁছাতে যথাযথভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শুরু হয়। সভা আজ শনিবার সন্ধ্যা পযর্ন্ত মূলতবি করা হয়েছিল।