ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ড্যানিলো

269

মস্কো, ৬ জুলাই ২০১৮ (বাসস) : পায়ের গোড়ালিরইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ব্রাজিলের ডিফেন্ডার ড্যানিলো। গোড়ালির ইনজুরির কারণে দলীয় স্কোয়াড থেকে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের বাকী ম্যাচে আর খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটির এই ফুল ব্যাক। তবে তিনি দলের সঙ্গে রাশিয়াতেই থাকবেন।
রাশিয়ায় চলমান বিশ্বকাপে অব্যশ্য একবার তাকে মাঠে নামার সুযোগ দিয়েছেন কোচ তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে তাকে খেলার সুযোগ দেয়া হয়। ওই ম্যাচটি ড্র হয়। এরপর বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ার কারণে এখন টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হচ্ছে ২৬ বছর বয়সি এই ফুটবল তারকাকে।
ড্যানিলোকে দল থেকে প্রত্যাহারের বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিবিএফ জানায়, ‘ড্যানিলো বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপের শেষ অবদি তার সুস্থ হবার কোন সম্ভাবনা নেই। তবে কমিশনের সঙ্গে আলোচনার পর দলের সঙ্গে তাকে রাশিয়ায় রেখে দেয়ারই সিদ্ধান্ত হয়েছে।’
আজ কাজানে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মোকাবেলা করবে বিশ্বকাপ শিরোপার অন্যতম ফেভারিট ব্রাজিল।