বাসস ক্রীড়া-৮ : দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে প্রথম দিনই বিপদে ইংল্যান্ড

435

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-কেপটাউন টেস্ট
দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে প্রথম দিনই বিপদে ইংল্যান্ড
কেপটাউন, ৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে কেপটাউন টেস্টের প্রথম দিনই বিপদে পড়ে সফরকারী ইংল্যান্ড। দিন শেষে ৮৯ ওভারে ২৬২ রান তুলতেই ৯ উইকেট হারিয়েছে ইংলিশরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট খেলতে নামা ওপেনার জাক ক্রাউলি মাত্র ৪ রানে ফিরলেও, পরের তিন ব্যাটসম্যান ছোট-ছোট ইনিংস খেলে আউট হন।
ডম সিবলি ৩৪, জো ডেনলি ৩৮ ও অধিনায়ক জো রুট ৩৫। বড় ইনিংস খেলার চেষ্টা করেছেন বেন স্টোকস ও ওলি পোপ। তবে স্টোকসকে ৪৭ রানে থামতে হয়। কিন্তু টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন পোপ। স্টোকসের ৭৭ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিলো।
স্টোকসের মত পোপকে সঙ্গ দিয়ে বড় জুটির চেষ্টা করেছিলেন উইকেটরক্ষক জশ বাটলার। মারমুী মেজাজে শুরু করে ২৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ রানে থামেন বাটলার। এরপর টেল-এন্ডাররা যাওয়া-আসার মিছিল করলে ২৬২ রানেই ৯ উইকেট হারায় ইংল্যান্ড।
শেষ ব্যাটসম্যান জেমস এন্ডারসনকে নিয়ে দিন শেষ করেছেন পোপ। ৭টি চারে ১৩২ বলে ৫৬ রানে অপরাজিত আছেন পোপ। এন্ডারসনের সংগ্রহ ৩ রান।
দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার-কাগিসো রাবাদা-এনরিচ নর্টি-ডোয়াইন প্রিটোরিয়াস সমান ২টি করে উইকেট নেন। ১টি উইকেট শিকার করেছেন কেশব মহারাজ।
বাসস/এএসজি/এএমটি/২২৩০/স্বব