বাজিস-৬ : গাজীপুরের টঙ্গীতে চার-লেন সড়ক উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

163

বাজিস-৬
গাজিপুর-ভিত্তিপ্রস্তর
গাজীপুরের টঙ্গীতে চার-লেন সড়ক উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুর, ৬ জুলাই ২০১৮ (বাসস) : গাজীপুরের টঙ্গীতে ৪৯ কোটি টাকা ব্যয়ে টঙ্গী-উত্তরা কামারপাড়া বাইপাস সংযোগ সড়ক চার-লেনে উন্নীতকরণ ও তুরাগ নদীর ওপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল।
আজ শুক্রবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী নাইম রেজার সভাপতিত্বে কে এম পলাশের পরিচালনায় ওই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন মোল্লা, নূরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন, অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, মন্নু টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, এমডি হারুন-অর-রশিদ, মুফতি মাসুদুল করিম, বিশ্ব ইজতেমা মাঠের জিম্মাদার প্রকৌশলী মেজবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপি বলেন, এই টঙ্গী-উত্তরা কামারপাড়া সড়কটি চার-লেনে উন্নীতকরণ কাজ শেষ হলে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লী ও টঙ্গী-উত্তরা-আশুলিয়া সড়কে চলাচলকারী যানবাহনসমূহ অনেকটা যানজটমুক্ত পরিবেশে যাতায়াত করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, ইজতেমা ময়দানের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পাকা টয়লেট নির্মাণ, পানি সরবরাহ, মাঠে বালি ভরাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রায় শতকোটি টাকার কাজ সম্পন্ন করেছেন।
বাসস/সংবাদদাতা/১৭০০/-মরপা