বাসস বিদেশ-৬ : জাপানে প্রবল বর্ষণে আরো দুই জনের মৃত্যু

173

বাসস বিদেশ-৬
জাপান-ভারী বৃষ্টি
জাপানে প্রবল বর্ষণে আরো দুই জনের মৃত্যু
টোকিও, ৬ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানে ভারী বর্ষণে ফুলে ওঠা নদী তীরে দুই ব্যক্তির মরদেহ পাওয়া েেগছে। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে কর্তৃপক্ষ সেখান থেকে ২ লাখের বেশি লোককে অন্যত্র সড়ানোর নির্দেশ দিয়েছে। খবর এএফপি’র।
পুলিশ জানায়, জাপানের মধ্যাঞ্চলীয় গিফু এলাকায় এক নারীর ও হিরোশিমা পশ্চিমাঞ্চলে ৫৯ বছর বয়সী এক বৃদ্ধের মরদহ পাওয়া গেছে।
পুলিশ আরো জানায়, তাদের মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।
সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিয়োটো অঞ্চলে নদীর তীরে আরো এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার হিয়োগো এলাকায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। বন্যার পানি তাকে ভাসিয়ে নিয়ে যায়। ভারী বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
বেশ কিছুসংখ্যক লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ শুক্রবার ২ লাখ ১০ হাজার ৮৫৩ জনকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা বেশিরভাগই জাপানের পশ্চিমাঞ্চলের বাসিন্দা।
দেশটির আবহাওয়া বিভাগের রাইওটা কুরোরা জানান, জাপানের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখা গিয়েছে। তিনি জানান, এ বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে।
এনএইচ কে’র খবর অনুযায়ী, কচি অঞ্চলের উমাজি গ্রামের ইয়ানাসয় ৭২ ঘন্টায় ১,১৩২ মিলি মিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাতের পরিমাণ জুলাই মাসে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে তার দ্বীগুণ।
অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন জাপানের পশ্চিমাঞ্চলের বুলেট ট্রেনসমূহ চলাচল সাময়ীক স্থগিত রাখার পর শুক্রবার তা পুনরায় চালু করা হয়।
বাসস/জেজেড/১৬০৫/-এসই