বাজিস-৭ : ভোলার তজুমদ্দিন উপজেলায় আমন ধান সংগ্রহ শুরু

434

বাজিস-৭
ভোলা-আমন-সংগ্রহ
ভোলার তজুমদ্দিন উপজেলায় আমন ধান সংগ্রহ শুরু
ভোলা, ১ জানুয়ারি, ২০২০ (বাসস): জেলার তজুমদ্দিন উপজেলায় আজ অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসাবে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
আজ মোট আটশ’ কৃষকের কাছ থেকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাইদ লিটন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাইদ লিটন জানান, উপজেলার মোট ছয়হাজার ছয়শ’ কৃষকের মধ্যে লটারি করে আটশ’ কৃষককে নির্বাচন করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে তাদের প্রত্যেকের কাছ থেকে সর্বনি¤œ ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে।
এর আগে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলায় আমন ধান সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করেন। সেখানে মোট একহাজার দু’শ ৬৫ জন কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হয়েছে।
বাসস/এইচএএম/১৯৩২/এমকে